পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&অরণ্যে , bذ নিগ্রেী একটা বড় বৃষকে জংগলের দিকে নিয়ে যাচ্ছে, বুঝলাম এটাকে হত্যা করা হবে । সুখের বিষয় নিগ্রোরা এখনও তথাকথিত ধর্মের নামে কোনও জীব হত্যা করে না। গৃহপালিত জীবকে খাবার জন্যই হত্যা করে। • গৃহপালিত জীবকে হত্যা করতে কেউ পছন্দ করে না । আমরা কিন্তু কালীর দরজায় পাঠা বলি দিয়ে দেন। শোধ করি। মুসলমানের জবাই করে পুণ্য অর্জন করে । নিগ্রোরা সে ধরণের “ধৰ্মকৰ্ম” এখনও শেখে নি । আবার গাড়ি চল্প। এবার তত বেগে নর। একটু ধীরে । আমরা পথের দৃশ্যাবলী দেখেই চললাম। সর্বত্র সুজুল সুফলা সমতল ভূমি। এই ভূমিখণ্ড একদিন দুনিয়ার ইহুদী, বৃটিশের কাছে ভিক্ষা চেয়েছিল, কিন্তু পায় নি। ভবিষ্যতে পাবে বলেও মনে হয় ন, অথচ এতবড় একটা দেশ পতিত করে রাখা হয়েছে। কে কখন এসে এই পতিত জমি আবাদ করবে তা বলা হােড়ই কষ্টকর । সাম্রাজ্যবাদী বৃটিশ এমন সুন্দর স্থান বেশি বৎসর অনাবাদী করে রাখতে সক্ষম হবে না । বেলা তিনটা হতেই পার্বত্য ভূমি দেখতে পেলাম। পার্বত্য ভূমি সমতল ভূমি হতে আরও সুন্দর। সর্বত্র ছোট ছোট নালা বয়ে পরিস্কার জল নীচের দিকে মন্থর গতিতে চলেছে। নানা রকমের পাখী সেই * সুন্দর জলে স্নান করছে, ঠোঁট ডুবিয়ে পান করছে আর কোন কোন পাখী। মান করার পর ডানা বিস্তার করে কখন বা ডানাতে কুঁকানি দিচ্ছে। আর কখনু বা ঘাসের উপর নীরবে চুপ করে বসে আছে। আমাদের মোটরখান যে মুহূর্তে তাদের কাছে পৌছল অমনি তারা ঝাঁকে ঝাকে উড়ে, আমাদের দৃষ্টির বাইরে চলে যেতে লাগল। এমন সুন্দর ভূমিও অনাবাদী। আবাদ কৱতে দেওয়া হয় না, বলা হয়। এখানে “ইয়েলো। 戟 、