পাতা:অন্নদামঙ্গল.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্নপূর্ণপুরী নিৰ্মাণ। సె). শকুনী গৃধিনী হাড়গিলা মেটেচিল। শঙ্খচিল নীলকণ্ঠ শ্বেত রক্ত নীল ॥ 'ঠেটা ভেটা ভাট হরিতাল গুড়গুড় । নানাজাতি কাক পেচা বাবুই বাদুড় । বাকচ হরীত পীরাবত পাকরাল। ছাতারিয়া করকটে ফিঙ্গ দহিয়াল । চড়ই মনিয়া পৰন্থয় টুনটুনি। বুলবুল জল আদি পক্ষি নানা গুণি ॥ বউ কথা কহ জ্বার দেশের কি হবে । বনশোভা যে সৰ-পক্ষির কলরবে । ভীমরুল উীশ মশা বোরল প্রভৃতি। গড়িয়া গড়িছে পশু বিবিধ অীকৃতি । সরভ কেশরী বাঘ ৰণমর গগুtর । ঘোড়া উট মহিষ হরিণ কালসার } বানর ভালুক গরু ছাগল শশারু। বরাহ কুকুর ভেড়া খটাস সজারু। ঢোলকান খেকি খেকশেয়ালি ঘোড়ার । বারশিঙ্গা বাওটাদি কস্তৃক্ট্র তুলার । গাধ গোধা ছাপা হাউ চমরী শৃগাল। হোড়ীর নকুল গেলা গবয়বিড়াল । ককিলাস ধেড়ে মুষা কুঁচা আজনাই । . হষ্টি হেতু জোড়ে জোড়ে গড়িলা বিশাই ॥ বনমানুষাদি গড়ি মনে বাড়ে রঙ্গ । নানামতে নানা জাতি গড়িছে ভুজঙ্গ ।