পাতা:অন্নদামঙ্গল.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণনিমন্ত্রণ Ꮌ☾ নৈমিষারণ্যের ঋষি শৌনকাদিগণ । । বালখিল্যগণ আইল না,হয় গণন ॥ জয়শব্দ নমঃশব্দ শঙ্খ ঘণ্টা রব । বেদগান স্তুতি পাঠ মহামহোৎসব। অন্নপূর্ণ পুরী আর মুরতি দেখিয়া । পরস্পর সকলে কহেন বাখানিয়া ॥ তোমার কৃপাঁর কথা শঙ্কর কি কব । তাম হৈতে অন্নপূর্ণ দেখি সুখী হৰ ॥ ব্রহ্মময়ী অন্নপূর্ণ ধ্যানে অগোচর । পরমেশী পরমগুরুষ পরাৎপর। এত দিন যার মূর্ত্তি না দেখি নয়নে। এত দিন যার নাম না শুনি শ্রবণে ॥ নিগমে আগমে গুঢ় র্যাহার ভজন। . ধর্ম্ম অর্থ কাম মোক্ষ ফলে নিযোজন ॥ ইহ লোকে ভোগ পর লোকে মোক্ষ হয়। কেবল কৈবল্যরূপ সর্ব্বশাক্সে কয় ॥ হেন মূর্ত্তি প্রকাশ করিলা তুমি শিব। তোমার মহিম সীমা মেনে কহিব | ভবদুঃখ্রসাগরে সকলে কুৈল পার। বিশ্বনাথ বিন ষ্টারে লাগে বিশ্বভার, তন্ত্রে অন্নপূর্ণামন্ত্র তুমি প্রকাশিল । মুরতি প্রকাশি তাহ পুরণ করিলা ॥ মুর্ত্তি দেখি পরস্পর কহেন সকলে। নির্ম্মাণসদৃশ ফল হয় ভাগ্যৰলে ।