পাতা:অন্নদামঙ্গল.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্নপূর্ণর অধিষ্ঠান। >6), একাসনে অনশনে তপস্যা অনন্য মনে দেহে তরু জন্মিল সক্ষল ॥ সকলের তপস্যায় দয়া হৈল অন্নদায় অবতীর্ণ হইল কাশ্মীতে। ” সকলেরে দিতে বর প্রতিমায় কৈলা ভর স্বধাদ্বষ্টে হাসিতে বুলিতে ॥ . লে চেতনা পেয়ে চৌদিকে দেখেন চেয়ে অমুকম্প হৈল অনুভব । " দুরে গেন্স হাহাকার জয় শব্দ নমস্কার ভুবন ভরিল কলরব । - চারি সমাজের পতি কৃষ্ণচন্দ্র মহামতি । দ্বিজরাজকেশরী রাঢ়ীয় । - তার সভাসদর কহে রায় গুণাকর অন্নপূর্ণ পদছায়া দিয় ॥ অন্নপুর্ণর ཨfངྒྷཉྫི་ཨ་ཀ কলকোকিল অলিকুল বকুলফুলেবসিলা অন্নপূর্ণ মণিদেউলি । কমলপরিমল খুঁয়ে শীতল জল পবনে ঢলঢল উছলে কুলে । বসন্তরাজা আনি ছয় রাগিণীরাণী করিল রাজধানী অশোকমুলে । কুসুমে পুন পুন ভ্রমর গুন গুন মদন দিল গুণ ধনুক হুলে ।