পাতা:অন্নদামঙ্গল.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>oశి अन्नझोमङ्गल । যতেক উপবন । কুসুমে সুশোভন মধুমুদিত মন , ভারত ཧཱ་པྰ་ག་ ༈ মধুমাস প্রফুল্ল কুসুম উপবন। সুগন্ধি মধুর মন্দ মলয় পবন । কুহু কুহু কুহু কুহু কোকিল হুঙ্কারে । গুন গুন গুন গুন ভ্রমর ঝঙ্কারে ॥ সুশোভিত তরুলত নবদলপাতে। তর তর থর থর ব্যর ঝর বাতে ] অলি পিয়ে মকরনদ কমলিীকেলে । সুখে দোলে মন্দবায়ে জলের হিল্লোলে । ঘরে ঘরে নানা ছন্দে বসত্ত্বের গান"। সঙ্গে ছয় রাগিণী বসন্ত মুর্ত্তিমান ॥ শুষ্ক তরু শুষ্ক লতা রসৈতে মুঞ্জরে o মঞ্জরীতে মুকুল আকুল মন কৰুে! তরুকুল প্রফুল্ল কুসুম ছলে হাসে। তাহে শোভে মধুস্তু মধুকরী পাশে ॥ ধন্য ঋতু বসন্ত সুধন্য চৈত্র মাস। ধন্য শুক্লপক্ষ যাহে জগত উল্লাস ॥ তাহাতে অষ্টমী,ধন্য ধন্য নাম জয়। অৰ্দ্ধচন্দ্র ভালে শোভে সীক্ষাত অভয় । অবতীর্ণ অন্নপুর্ণ হইল কাশীতে। . প্রতিমায় ভর করি লাগিলা হাসিতে ॥ মণিবেদীপরে চিন্তামণির প্রতিমা । বিশ্বকর্ম্মসুনির্ম্মিত অপারমহিমা ।