পাতা:অন্নদামঙ্গল.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২ अन्नमोमङ्गल ! তরিবারে পরিণাম হর জপে হরিনাম হরি ভজি পুর্ণকাম কমলজ রে। ভব ঘোর প্লারাবার হরিলাম তরি তার হরিনাম লয়ে পার হৈল গজ রে ॥ ধর্ম্ম অর্থ মোক্ষ কাম এ চারি বর্গের ধাম বেদে বলে হরি নাম মুখে যজ রে। গুরুবাক্য শিরে ধরি রহিয়াছি সীর করি उहएउज्ञ डूब হরিপদরজ রে } বেদব্যাস কহেন শুনহ ঋষিগণ । কি ফলে বিফল কর শিন্মের সেবন ॥ ফুর্ব্ব শাস্ত্র দেখিয়া সিদ্ধান্ত কৈহ এই। ভজনীয় সে জন যে জন মোক্ষ দেই ॥ অন্যের ভজনে হয় ধর্ম্ম অর্থ কাম ? মোক্ষফল কেবল কৈবল্য হরিনাম ॥ অন্য অন্য ফল পাবে ভজি অন্য জনে । মোক্ষ পদ পাবে যদি ভজ নারায়ণে ॥ নিরাকার ব্রহ্ম তিন রূপেতে সাকার। o সত্ত্ব রজ তমোগুণ প্রকৃতি র্তাহার ॥ রজোগুণে বিধি তাহে লোভের উদয় । তমোগুণে শিবরূপ অহঙ্কার ময় ॥ সত্ত্বগুণে নারায়ণ কেবল চিন্ময় । যুক্তি করি দেখ বিষ্ণু বিনা মুক্তি নয় । তমোগুণে অধোগতি তাজ্ঞানের পাকে । মধ্যগতি রজোগুণে লোভে বন্ধ থাকে ॥