পাতা:অন্নদামঙ্গল.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরিসঙ্গীর্ত্তন। Σ' Σδ) মৃত্তিক ভক্ষণ ছলে যশোদারে কুতুহলে বিশ্বরূপ মুখে দেখাইলা । ননী চুরি কৈহ হরি যশোদা আনিল ধরি উদুখলে করিলা বন্ধন। গোচারণে বনে গিয়া বকীস্বরে বিনাশিয়া অঘ অরিষ্টের বিনাশন। বধ কৈলা বৎসাসুর কেশিরে করিলা छूत्व বল্পহীতে প্রলম্ব বধিলা । ইন্দ্র যজ্ঞ ভঙ্গ করি গোবৰ্দ্ধনগিরি ধরি বৃষ্টিজলে গোকুল রাখিল । ব্রজ পোড়ে দণবানলে পণন করিলেন ছলে করিলেন কালিয়দমন । সহচর পাঠাইয়া যাজ্ঞিকান্ন আনাইয়া করিলেন কাননে ভোজন ॥ বিধাতা মন্ত্রণী করি শিশু বৎসগণ হরি রাখিলেন পর্ব্বতগুহায়.। নিজ দেহ হৈতে হরি শিশু বৎসগণু করি বিধাতারে মোহিল মায়ায় ॥ গোপের কুমারী যত করে কাত্যায়নীব্রত হরি লৈল,বসন হরিয়া । কার্ত্তিকী পূর্ণিমা পেয়ে মধুর মুরগী গেয়ে রাসক্রীড়া গোপিনী লইয়। ॥ করিতে আপন ধ্বংস অজুরে পাঠায়ে কংস হরি লয়ে গেল মথুরায়।