পাতা:অন্নদামঙ্গল.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ミ8 অন্নদামঙ্গল । রুদ্রণক্ষতুলসীমালা যেই ধরে গলে। তার গলে হরিহরে থাকি গলে গলে । অভেদ দুজনে মোরা ভেদ করে ব্যাস । উচিত না হয় যে কাশীতে করে বাস । চঞ্চল ব্যাসের মন শেষে যাবে জানা। কাশীতে ব্যাসের ভিক্ষা শিব কৈলা মান ॥ স্বান পুজা সমাপিয়া ব্যাস ঋষিবর। ভিক্ষাহেতু গেল এক গৃহস্থের ঘর। ব্যাসে ভিক্ষা দিতে গৃহী হইল উদ্যত। কিঞ্চিত না পায় দ্রব্য হৈল বুদ্ধিহত । ভিক্ষার বিলম্ব দেখি ব্যাস তপোধন। গৃহস্থেরে গালি দিয়া করিলা গমন ॥ বালক কুকুর লয়ে করে তাড়াতাড়ি। ব্যাসদেব গেলা অন্য গৃহস্থের বাড়ী । ব্যাসেরে দেখিয়া গৃহী করিয়া যতন। ভিক্ষা দিতে ঘর হৈতে আনে আয়োজন ॥ শিবের মায়ায় কেহ দেখুিতে না পায় । হাত হৈতে হরিয়া ভৈরবে ক্লয়ে যায় । রিক্তহস্ত গৃহস্থ দাড়ায় বুদ্ধিহত৭ মর্ম্ম না বুঝিয়া ব্যাস কটুকন কত । এইরূপে ব্যাসদেব যান যার বাড়ী । ভিক্ষ নাহি পান আর লাভ তাড়াতাড়ী ॥ সবে বলে ব্যাস তুমি বড় লক্ষ্মীছাড়া । অন্ন উড়ি যায় তুমি যাহ যেই পাড়া ।