পাতা:অন্নদামঙ্গল.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশীতে শাপ । ०२१ ' সকলে সমান যেন চন্দ্র সুর্য্য তারা । তেমনি সকলে সম অন্নপূর্ণ। সারা ॥ মেঘ করে যেমন সকলে জলদানু । তেমনি অন্নদা দেবী সকলে সমান । তরু যেন ফল ধরে সবার লাগিয়া। তেমনি সকলে অন্নপূর্ণ অন্ন দিয়া ॥ হরি হর প্রভৃতির শত্রু মিত্র আছে। শক্র মিত্র একভাব অন্নদণর কাছে | চলিলেন অন্নপূর্ণ ব্যঞ্জসে করি দয়া । অণগে আগে যায় জয় পশ্চাতে বিজয় ॥ হেন কালে পথে আসি কহেন মহেশ। কোথায় চলেছ খুয়ে কার্ত্তিক গণেশ । ক্রোধাভরে কন দেবী পিছু কেন ডাক । ব্যাসে অন্ন দিয়া আসি ঘরে বসি থােক ॥ একে বুড়াঁ তাহে ভাঙ্গী ধুতুরায় ভোল। অল্প অপরাধে কর মহাগণ্ডগোল ॥ उिनै लिन ব্যাসেরে দিয়াছ উপবাস। ব্রহ্মহত্যা হইবে তাহাতে নাহি ত্রাস ॥ একবারণক্রাধেতে ব্রহ্মার মাথা লয়ে । অদ্যপি সে শ্যুপ ফির মুণ্ডধারী হয়ে । কি হেতু করিলে মান ব্যাসে অন্ন দিতে। সে দিল কাশীতে শাপ কে পারে খণ্ডিতে ॥ এখন যদ্যপি ব্যাস অন্ন নাহি পায় । আর বার দিবে শাপ পেটের জ্বালায় ।