পাতা:অন্নদামঙ্গল.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>求b- स्वन्नक्ोप्तक्रल् । আমি অন্নপূর্ণ আছি কাশীতে বসিয়া । আমার দুনাম হবে না দেখ ভাৰিয়া । এত বলি অন্নপূর্ণ ক্রোধভয়ে যান। সঙ্গে সঙ্গে যান শিব ভয়ে কম্পমান । সভয় দেখিয়া ভীমে হাসেন অভয় । বুড়ীটির ঠাট হেদে দেখ লো বিজয় ॥ ভারত কহিছে ইখে সাক্ষি কেন মান । তোমার ঘরের ঠাট তোমরা সে জন ॥ —-ur-- * অন্নদীর মোহিনীরূপ । এ কি রূপ অপরূপ ভঙ্গিম। চরণে অরুণরঙ্গিমা | হইতে সেঁসের শঙ্কু হৈল হর দেখি পয়োধর তুঙ্গিমা। থাকিতে অধরে সুধী সাধ করে সুধাকরে ধরে কালিমা ফুলধস্থ তন্থ লাজে ত্যজে ধন্থ দেখি ভুরূ ধন্থ বক্রিম । রূপ অহুভূবে মোহ হয় তবে ভারত কি কবে মহিমা । মায়া করি জয় বিজয়ারে লুকাইয়া। ’ দেখা দিলা ব্যাসদেবে মোহিনী হইয়া । কোটিশশি জিনি মুখ কমলের গন্ধ। বঁকে বাকে অলি উড়ে মলোভে অন্ধ । ভুরু দেখি ফুলধন্থ ধন্থ ফেলাইয়। -- লুকায় মাজার মাঝে অনঙ্গ হইয়া । উন্নত স্বয়ম্ভ শম্ভ কুচ হৃদিমূলে। ধরেছে কামের কেশ রোমাবলি ছলে |