পাতা:অন্নদামঙ্গল.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Nご。 অন্নদামঙ্গল । মৃদুহাসিনি মধুভাষিণি খলনাশিনি গিরিবাসিনি ভারতীশিনি গে ॥ বুড়াটি কহেন ব্যাস তুমিত পণ্ডিত। ' কিঞ্চিত জিজ্ঞাস করি কহিবে উচিত ॥ তপস্বি কাহারে বল কিবা ধর্ম্ম তার। কি কর্ম্ম করিলে পায় পরলোকে পার | শুন বৃদ্ধ ব্রাহ্মণ কহেন বেদব্যাস। তপস্যার নানা ধর্ম্ম প্রধান সন্ন্যাস" সর্ব্বজীবে সমভাব জয়জয় তুল্য। স্তুতি নিন্দ মৃত্তিক মাণিক্য তুল্যমুল্য । ইত্যাদি অনেক মত কহিলেন ব্যাস । কতেক কহিব কাশীখণ্ডেতে প্রকাশ ॥ শুনিয়া বুড়াটি কন সক্রোধ হইয়া । আপনি ইহার অtছ কি ধর্ম্ম লইয়া ॥ এক বাক্যে বুঝিয়াছি জ্ঞানেতে যেমন। শিব হৈতে মোক্ষ নহে কয়েছ যখন ॥ দয়া ধর্ম্ম ক্ষম আদি যত তপঃক্রিয়। জানাইলা সকলি কাশীতে শ্লীপ দিয়া ॥ কহিতে কহিতে হৈল ক্রোধের উদয়। সেইরূপ হৈলা যাহে করেন প্রলয় । উৰ্দ্ধে ছুটে জট ঘনঘটা জর জর । উছলিয়া গঙ্গাজল ঝরে ঝর ঝর ॥ গর গর গর্জে ফণি জিহি লক লক । অৰ্দ্ধশশী কোটি সুর্য্য অগ্নি ধক ধক ॥