পাতা:অন্নদামঙ্গল.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>N38 অন্নদামঙ্গল । অন্নপূর্ণ ভগবতী দাড়াইয় পাশে । চরণে ধরিয়া বুঢ়াস কহে মৃদুভাষে ॥, অন্ন দিয়া অন্নপূর্ণ বীচাইলা প্রাণ । বঁাচাও শিবের ক্রোধে নাহি দেখি ত্রাণ ॥ জনক হইতে স্নেহ জননীর বাড়া । মার কাছে পুত্র যায় বাপে দিলে ভাড়া । জগতের পিতা শিব তুমি জগন্মাত । হরি হর বিধাতার তুমি সে বিধাত ॥ শিবের হইল তমেkগুণেশ্ন উদয় । যেই তমোগুণোদয়ে করেন প্রলয় ॥ পশুবুদ্ধি শিশু অমি কিবা জানি মর্ম্ম । বুঝিতে নারিকু কিবা ধর্ম্ম কি অধর্ম্ম । পড়িহু পড়ান্ত যত মিছা সে সকল । সত্য সেই সত্য তব ইচ্ছাই কেবল ॥ শিব কৈল। অন্ন মান তুমি অন্ন দিলে। এ সঙ্কটে কে রাখিবে তুমি ন রাখিলে । শঙ্করের ক্রোধ হৈল না জানি কি ঘটে। শঙ্করি করুণা কর এ ঘোর সঙ্কটে । তোমার কথার বশ শঙ্কর সর্বদ। কাশীবাস যায় মোর রাখxগ অন্নদা। ব্যাসের বিনয়ে দেবী,সদয়া হইল । শিবেরে করিয়া শান্ত ব্যাসে বর দিল | অলঙ্ঘ্য শিবের অtজ্ঞা না হয় অন্যথা । কাশীবাস ব্যাস তুমি ন পাবে সর্ব্বথা ॥