পাতা:অন্নদামঙ্গল.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাসের কাশীনির্ম্মাণোদে্যুগ | >Nう○ s আমার আজ্ঞায় চতুর্দশী অষ্টমীতে। মণিকর্ণিকার স্বানে পাইরে মাসিতে ॥ এত বলি হর লয়ে কৈলা অন্তৰ্দ্ধান । নিশ্বাস ছাড়িয়া ব্যাস কাশী ছাড়ি যান ॥ ছাড়িয়া যাইতে কাশী মন নাহি যায়। লুকায়ে রহেন যদি ভৈরবে খেদায় । বেতাল ভৈরবগণ করে তাড়াতাড়ি । শিষ্যসহ ব্যাসদেব গেল। কাশী ছাড়ি ॥ আজ্ঞা দিলা কৃষ্ণচন্দ্র ধরণী ঈশ্বর। রচিল ভারতচন্দ্র জীয় গুণাকর ॥ ব্যাসের কাশীনির্ম্মাণেদ্যোগ । কাশীতে না পেয়ে বাস মনোদুখে বেদব্যাস বসিলেন ছাড়িয়া নিশ্বাস । е ф তুচ্ছ লোক আছে যারা কাশীতে রহিল ভারী আমার না হৈল কাশীবাস ॥ এ বড় দারুণ শোক কলঙ্ক ঘুষিবে লোক ব্যাস হৈল! কাশী হৈতে দূর । নাম ডাক ছিল যত সকল হইল হত ভাঙ্গড় করি দর্প চুর । তেজোবধ হয় যার প্রাণবধ ভাল তার কোন খানে সমাদর নাই ।” সবে করে উপহাস ইনি সেই বেদব্যাস কণশীতে না হৈল যার ঠাই ॥