পাতা:অন্নদামঙ্গল.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>い○○ अन्नफ्रॉमत्रल । যদি করি বিষ পান তথাপি না যাবে প্রাণ অনলে সলিলে মৃত্যু নাই। . সাপে বাঘে যদি খায় • মরণ মা হবে তায় চিরজীবী করিলা গোসাই ॥ ভবিতব্য ছিল যাহা অদৃষ্টে করিল তাহ। কি হবে ভাবিলে অণর বসি । তবে আমি বেদব্যাস এই খানে পরকাশ করিব দ্বিতীয় বারাণসী ৷ করিয়াছি যত তপ করিয়াছি যত জপ সকল করিন্থ ইথে পণ । নিজ নাম জগাইব এই খানে প্রকাশিব কাশীর যে কিছু আয়োজন ॥ কাশীতে মরিলে জীব রাম নাম দিয়া শিব কত কষ্টে মোক্ষ দেন শেষে । এখানে মরিবে যেই সদ্যমুক্ত হবে সেই না ঠেকিবে আর কোন ক্লেশে । অসাধ্য সাধন যত তপস্যায় হয় কত । তপোবলে রাত্রি হয় দিব । বিধি সঙ্গে বিরোধিয়া তপস্যায় ভর দিয়া বিশ্বামিত্র না করিল কিৰা ॥ মোরে খেদাইল শিব তার সেবা না করিব বর না মাগিব তার ঠাই। বিষ্ণুর দেখেছি গুণ নন্দি করেছিল খুন কিঞ্চিত যোগ্যতা তার নাই |