পাতা:অন্নদামঙ্গল.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Nう切〜 अन्नग्ररंभत्रढन् । গঙ্গার নিকট ব্যাসের অভ্যর্থন । ব্যাস কন গঙ্গে চল মোর সঙ্গে আমি এই অভিলাষী। কাশী মাঝে ঠাই শিব দিল নাই করিব দ্বিতীয় কাশী । তমো গুণ শিব তারে কি বল্লিব মত্ত ভাঙ্গ ধুতুরায় । ডাকিনীবিহারী সদা কদাচারী পাপ সাপগুলা গায় । শ্মশানে বেড়ায় ছাই মাখে গায় গলে মুণ্ডঅস্থিমাল । বলদ বাহন সঙ্গে ভূতগণ পরে ব্যাঘ্র হস্তি ছাল । ত অমঙ্গল সকল মঙ্গল • তাহরে বেড়িয়া ফিরে । কেবল আপনি পতিতপাবনী, গঙ্গা অtছ যেই শিপে } জটায় তাহার তব অবতার তাই সে সকলে মানে । তামার মহিমা বেদে নাহি সীমা অন্য জন কিবা জানে । যত অমঙ্গল শিবে সে সকল মঙ্গল তোমার প্রেম । নন দোষময় লোহ যেন হয় পরশ পরশি হেম | যে কারণ নীর ব্রহ্মাণ্ড বাহির যাহাতে ব্রহ্মাণ্ড ভাসে । বিধি হরি হর আদি চরাচর কত হয় কত নপশে ॥ সে কারণ নীর , তোমার শরীর তুমি ব্রহ্ম সনাতন । তৃ জন পালন নাশের কারণ তেfম বিনা কোন জন । সেই নিরঞ্জন চিৎস্বরূপি জন জনার্দ্দন যারে কয়। দ্রবরূপে সেই গঙ্গা তুমি এই ইহাতে নাহি সংশয় । তোমা দরশনে মোক্ষ সেই ক্ষণে না জানি স্নানের ফল। প্রণয়শ্চিত্ত ভয় সেখানে কি হয় যেখানে তোমার জল । তুমি নারায়ণী পতিতপাবনী কামনা পুরাও মোর। মোৰ সঙ্গে আসি প্রকাশহ কাশী তারহ সঙ্কট ঘেণর "