পাতা:অন্নদামঙ্গল.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাসেরপ্রতি গঙ্গার উক্তি ৷ ১৩৯] যে মরে কাশীতে তারে মোক্ষ দিতে রাম নাম দেন শিব । আর কত দায় ভোগ হয় তায়, তবে মোক্ষ পায় জীব। কাশীতে আমার কৃপায় তোমার এমনি হইতে চাহে । যে মরে যখনি নির্ব্বাণ তখনি বিচার না রবে তাহে। ব্যাসের এমন শুনিয়া বচন গঙ্গার হইল হাসি। ভারত কহিছে মোরে না সহিছে তুমি কি করিবে কাশী । ল্যাসের প্রতি গঙ্গার উক্তি । কহিছেন গঙ্গা শুন হে ব্যাস । কেন করিয়াছ হেন প্রমাস কৃেতুমি কিকীর্ত্তি আছেভেলমার। শিববিনাকাশকে করেজীর কণ্ঠে কালকুট যেই ধরিল। লীলায় অন্ধক সেই বধিল । কটাক্ষে কমেরে নাশিল যেই। কামিনী লইয়া বিহরেসেই অদ্য অন্নপূর্ণাষার গৃহিণী। গিরিবর ধন্থ শেষ শিঞ্জিনী । ক্ষিতি রথ ইন্দ্র সারথি যার । চক্রপাণি বাণ শাণিতধার ॥ চুন্দ্র সুর্য্য রথচক্র আকার। ত্রিপুর একবাণে মৈল যাঁর । সেই বিশ্বনাথ বিশ্বের সার। ভব নাম ভব করিতে পার ॥ যাহার জটায় পাইয়া ধাম। গঙ্গ গঙ্গা মোর পবিত্র নাম কারণজল মোরে বল যেই। কারণজলের কারণ সেই ॥ না ছিল সৃষ্টির আদি যখন। কাশীপতি কাশী কৈলা তখন গুইল আপন শূলের মুগে। পৃথিবীর দোষ ဗျူရီ ন লাগে করিবেন যবে প্রলয় হর। রাখিবৈন কাশী শূল উপর । তবে যে দেখহ ভূমিতে কাশী। পদ্মপত্রে যেন জল বিলাসি জলে মিশি থাকে পদ্মের পাত। জলনাশে নহে তার নিপাত তবে যে কহিল তারক নামে। মোক্ষদেন শিব কাশীরধামে