পাতা:অন্নদামঙ্গল.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪২ ज्रन्नालोमत्रव्न् । তুমি মোর কি করিব তোমার শকতি কিবা বিষ্ণুপদোদক বিনা নহ। . - শাপ দিয়া করি ছাই অথবা গণ্ডষে খাই ব্রাহ্মণেরে তোর অল্প জ্ঞান। " সিন্ধু তোর পতি যেই ব্রহ্মতেজ জানে সেই অগস্ত্য করিয়াছিল পণন ॥ ব্যাসদেব এই রূপে মজিয়া কোপের কূপে গঙ্গার করিল। অপমান । ভারত সভয়ে কহে মোরে যেন দয়া রহে স্তুতি নিন্দ গঙ্গার সমান ! গঙ্গাকৃত ব্যাসতিরস্কার । গঙ্গার হইল ক্রোধ ব্যাসের বচনে । ব্যাসেরে ভৎসিয়া কন মহাক্রোধ মনে । শুন শুন ওঁহে ব্যাস বিস্তর কহিলা । এই অহঙ্কারে কাশী বাস না পাইলা ॥ নর হয়ে নারায়ণ হৈতে চায় যেবা । শিবনিন্দ যে করে তাহার গঙ্গা কেব1 } তোর প্রকাশিত আমি কেমনে কহিলি । বেদ মত পুরাণেতে আমারে বর্ণিলি । যতেক প্রসঙ্গ লয়ে করেছ পুরাণ । আমার প্রসঙ্গ আছে তেই সে প্রমাণ ॥ তুমি বুঝিয়াছ আমি শান্তমুর নারী। সমুদ্রে মিলেছি বলি নারী হৈতু তারি।