পাতা:অন্নদামঙ্গল.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বকর্ম্মার নিকট বয়সের অভ্যর্থনা। ১৪৫ নরসিংহী হমুণ্ডমালিনী নারায়ণী। নগেন্দ্রনন্দিনী নীলনলিননয়নী {} কৃষ্ণচন্দ্র আজ্ঞয় ভারতচন্দ্র গায়ু । হরি হরি বল সবে পাল হৈল সায় । ইতি সোমবারের দিব পালা । ,سمممe(-96 مهمیه বিশ্বকুর্ম্মার নিকট ব্যাসের অভ্যর্থনা। আসনে বসিয়া উন্মনা হইয় ভাবেন ব্যাস গোসাই । এই বড় শোক হাসিবেক লোক মোর কাশী হৈল নাই । বিশ্বকর্ম্মা আছে তারে আনি কাছে সে দিবে পুরী গড়িয়া মোক্ষের উপায় শেষে করা যায় ব্রহ্মার বর লইয়া ॥ করি আচমন • যোগে দিয়া মন বিশ্বকর্ম্মে কৈলা ধ্যান। জানিয়া অন্তরে বিশাই সত্বরে আসি কৈলা অধিষ্ঠান । বিশাই দেখিয়া সানন্দ হইয়া বিনয়ে কহেন ব্যাস। তুমি বিশ্বকর্ম্ম জান বিশ্বমর্ম্ম তোমাতে বিশ্ব প্রকাশ ॥ " তুমি বিশ্ব গড় তুমি বিশ্বে বড় তাই বিশ্বকর্ম্ম নাম । তোমার মহিমা কেবা জানে সীমা কেবা জানে গুণগ্রাম । বিধাতা হইয়া বিশ্ব নিরমিয়া পালহ হইয়া হরি । শেষে হয়ে হর তুমুি লয় কর তুমি ব্রহ্ম অবতরি ॥ আমারে কাশীতে না দিল রহিতে ভূতনাথ কাশীবাসী। সেই অভিমানে আমি এইখানে করব দ্বিতীয় কাশী । ঠেকিয়াছি দায় চাহিয়া আমায় নির্ম্মাহ পুরী সুসার। মোক্ষের নিদান করিতে বিধান সে ভার আছে আ ম র ॥ לא כי