পাতা:অন্নদামঙ্গল.djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্নদামঙ্গল । بstد ان ,'ক'করিতে তাহে আমি পারিলাম তার । স্বষ্টি স্থিতি প্রলয় লীলায় হয় যার ॥ কিসে অনুগ্রহ তারানিগ্রহ বা কিসে । বুঝিতে কে পারে যার তুল্য সুধা-বিষে । ভালে যার সুধাকর গলায় গরল। কপালে অনল র্যার শিরে গঙ্গাজল । সম যার সুধা বিষে হুতাশন, জল । অন্যের যে অমঙ্গল তীরে সে মঙ্গল । উীর সঙ্গে তোর বাদ আমি ইথে নাই। জানেন অন্তরযামী শঙ্কর গোসাই ॥ এত বলি প্রজাপতি গেল নিজস্থানে । ব্যাসের ভাবনা হৈল কি হবে নিদানে ? যে হৌক সে হৌক আরো করিব যতন। মস্ত্রের সাধন কিম্বা শরীরপতন ! অন্নপূর্ণ ভগবতী সকলের সার । কাশীর ঈশ্বরী যিনি বিশ্ব মায়া যণর } ঘণর অধিষ্ঠানে বারাণসীর মহিমা । " বিধি হরি হর যার নাহি জানে সীমা । শঙ্কর আমার অন্ন মানা করেছিলা । শিবে না মানিয়া তিনি মৃেKর অন্ন দিলা । তদবধি জানি তিনি সকলের বড়। অতএব তার উপাসনা করি দড় ॥ তিনি মোক্ষ দিবেন সকলে এথা বসি । তবে সে হইবে মোর ব্যাসবারাণসী ॥