পাতা:অন্নদামঙ্গল.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্নদার জরতীবেশে ব্যাসছলনা। ১৫১ হাসিয়া কহেন হর বুঝি তারে দিলা বর মোরে মেনে দয়া না ছুড়িও । আমি বৃদ্ধ তাই কই জানি নাই,তোম। বই এক-মুট। অন্ন মেনে দ্বিও । সক্রোধে কহেন শিব, কৌতুক করহ কিবা কি হয় তাহার দেখ বসি । এত বড় তার মাদ তোমা সনে করি বাদ করিবেক ব্যাসবারাণসী ॥ তবে যে কহিবে মোর তপস্যা করিল ঘোর কি দোষে হইৰ ক্লষ্ট তারে । অসময় সুসময় না বুঝিয়া দুরাশয় বিরক্ত করিল অত্যাচারে | বলিরাজা ভগবানে ত্রিপাদ ধরণী দানে অধোগতি পাইল যেমন । তেমনি বfসৈরে গিয়া শাপ দিব বর দিয়া শুনিয়া সানন্দ পঞ্চানন , মহামায়। মায়া করি জরতীশরীর, ধরি ব্যাসদেবে ছলিতে চলিলা । - অন্নপুর্ণপদতলে ভারত বিনয়ে বলে রাজ কৃষ্ণচন্তু আজ্ঞা দিল । অন্নদার জরতীবেশে ব্যালছলন । কে তোমা চিনিতে পারে। গো মা। বেদে সীমা দিতে নারে কত মায় কর কত কায়া ধর হেরি হরি হর হারে ।