পাতা:অন্নদামঙ্গল.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ÞG 8 ठान्नग्नांशत्रल । শিরঃশুলে চক্ষু গেল কুজা কৈল কুজে। কতটা বয়স মোর যদি কেহ বুজে | কাণকোটারিতে মোর কাণ কৈল কাল । কেট মোরে বুড়ী বলে এত বড় জ্বালা ! এত বলি ছলে দেবী ক্রোধ ভরে যান । আর বার ব্যাসদেব অ{রম্ভিলা ধ্যণন ॥ জগতে যে কিছু আছে अथौन দেবের । শাস্ত্রে বলে সেই দেব অধীন মন্ত্রের ॥ ধ্যানের প্রভাবে দেৰী চলিতে নারিয়া । পুনশ্চ ব্যাসের কাছে অংইল ফিরিয়া | বুড়ী দেখি অরে বাছ অমুকুল হও । এথা মৈলে কি হইবে সত্য করি কও ৷ বুড় বয়সের ধর্ম্ম অল্পে হয় রোষ । ক্ষণে ক্ষণে ভ্রান্তি হয় এই বড় দোষ । মনে পড়ে না রে বাছা কি কথা কহিলে । পুন কহ কি হইবে এখানে মরিলে ॥ ব্যাসদেব কন বুড়ী বুঝিতে নারিলে। । সদ্য মোক্ষ হইবেক এখানে মরিলে ৷ বুড়ী কন হয়ে বিধি করিলেক কাল । কি বল বুঝিতে নারি এত বড় জ্বালা । পুনশ্চ চলিলা দেবী ছলে ক্রোধ করি। ব্যাসদেব পুনশ্চ বসিলা ধ্যান ধরি ॥ ধ্যানের অধীন দেবী চলিতে নারিলা । পুনশ্চ ব্যাসের কাছে ফিরিয়া আইলা ॥