পাতা:অন্নদামঙ্গল.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1 Ꮌ©Ꭽ अन्नम्न िभक्रल ! এখানে যে মরিবে সে গর্দভ হইবে । এ হৈল গর্দভকাশী অন্যথা নহিবে । শুনিয়1 অণকাশবাণী ব্যাস উপোধন । উদেশে প্রণাম করি করিলা গমন ॥ কুৈলাসেতে অন্নপূর্ণ শঙ্কর লইয়া । বিহারে রহিলা বড় সানন্দ হইয় । জয়ণবিজয়ীরে কন সহাসবদনে । নর লোকে মোর পুজা প্রকাশে কেমনে ॥ কহিছে বিজয় জয়"ভবিষ্যত বাণী । কুবের তোমার পূজা করিবেক জানি । বসুন্ধর নামে তার আছে সহচর। দিবেক পুষ্পের ভর্ণর তাহার উপর } রমণীসম্ভোগ তার কাননে হইবে। " সেই অপরাধে তুমি তারে শাপ দিবে। মনুষ্য হইবে সেই হরিহোড় নামে । ধন বর দিব৷ তুমি গিয়া তার ধামে । তাহা হৈতে হইবেক পূজার সঞ্চার। t কুবেরের সুতে শাপ দিব পুনর্ব্বার } রাহ্মণ হইবে সেই ভবানন্দ নামে। হরিহোড়ে ছাড়ি তুমি যাধে তার ধামে ॥ দিল্লী হৈতে রাজ্য দিয়া পূজা লৰে তার। তাহা হৈতে হইবেক পূজার প্রচার ॥ তার বংশে হবে রাজা কৃষ্ণচন্দ্র রায় । সঙ্কটে তারিৰে তুমি দেখা দিয়া তায় ।