পাতা:অন্নদামঙ্গল.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>V)o अन्नमtभत्रव्न ! কোকিল হুঙ্কণর কাল ভ্রমর ঝঙ্কণর শীল মলয় পবনে তুম্ব দহে। বসুন্ধর বলে প্রিয় ভাগে অসি ফুল দিয়া অন্নপূর্ণ পুজিবে কুবের। পূজা সাঙ্গে তোমা সঙ্গে, বিহার করিব রঙ্গে এ সময় নাহি দিও ফের ॥ অষ্টমীরে পর্ব কয় " ইথে রতি যুক্ত নয় অন্নদার ব্রততিথি তীয়। আমার বচন ধর আঙ্গি রতি পরিহর পুজা কর অন্নদীর পায় ॥ বসুন্ধর বলে প্রভু এমন না শুনি কতু এ কথা শিখিলা কণর কাছে । সাপে যারে কামড়ায় রোঝা গিয়া ঝাড়ে তায় তাহে কি অষ্টমী আদি বাছে। কাম কাল বিধধর বিষে আমি জর জর তুমি সে ঔষধ জান তার। অষ্টমীরে পর্ব কয়ে অন্নদীর নাম লয়ে ' আরম্ভিল কত ফের ফার। অন্নপূর্ণ কি করিবে অষ্টমী কি সুখ দিবে যে সুখ পাইবে রতি সুখে | দেবাসুরে সুধা লাগি সিন্ধু মথি দুঃখভাগি সে সুধা সঘনে পেও মুখে ॥ এই যে তুলিলা ফুল কে জানে ইহার মূল বৃথা হবে জলে ভাসাইলে ।