পাতা:অন্নদামঙ্গল.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসুন্ধরার জন্ম । ১৭৭ যুক্তি বটে বলি দেবী করিলেন ত্বর । বসুন্ধর লইয়া চলিলা বসুন্ধর ॥ আমনহঁাড়ার দত্ত ছিল Éाडूमख | তার বংশে বাড়ুদত্ত ঠক মহামত্ত ॥ ধূমী নামে তার নারী বড় কন্দলিয়া। তার গর্ভে বসুন্ধর জনমিল গিয়া ॥ শিশুকাল হৈতে তার কন্দলে আবেশ। এক বোলে দশ বলে নাহি আঁটে দেশ । মনোমত তার মাতা তাহারে পাইয়া । সোহাগা দিলেক নাম সোহাগ করিয়া ॥ ভবিতব্যং ভবত্যেব খণ্ডিতে কে পারে। বৃদ্ধকালে হরিহোড় বিয়া কৈল তারে । শুভক্ষণে সোহাগী প্রবেশ কৈল আসি। লকলুকী নামে তার সঙ্গে আইল দাসী ॥ বৃদ্ধকালে হরিহেড়ি যুবতী পাইয়া । আজ্ঞাবহ সোহাগীর সেহগ করিয়া । অন্নপূর্ণ ছাড়িতে সর্ব্বদা চান ছল। ঢারি সতিনীর সদা বড়ই কন্দল ৷ बाडू করে ঠকামি সোহাগী দ্বন্দ্ব করে। নানা মতে ধর্ম্ম যায় রাজা ছল ধরে । কন্দলে কন্দলে ক্রোধ হৈল অন্নদার। ছাড়িতে বাসন হৈল কেবী রাখে আর ॥ সেখানে দেবীর দয়া পিরীতি যেখানে । যেখানে কন্দল দেবী না রন সেখানে ॥