পাতা:অন্নদামঙ্গল.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ >qb〜 অন্নদামঙ্গল । দিলে দিনে হরিহেড়ি গাইছে যন্ত্রণ । কৈলাসে বসিয়া দেবী করেন মন্ত্রণ ॥ ইতঃপর শুন স:েভারত রচিল । ভবানন্দ মজুদার যেমতে জন্মিল ॥ কর গো করুণাময়ি করুণ কাতরে। কৃপণকল্পতরু বিনু কেবা কৃপা করে । কৃষ্ণচন্দ্র অtজায় ভারতচন্দ্র গায় । হরি হরি বল সবে পালা হৈল সায় ॥ ইতি সোমবারের নিশা পালা । حمامهوهخهه ضد নলকুবরে শাপ । কুবেরের স্থত রূপ গুণযুত বিখ্যাত নলকুবর । তাহার কামিনী চন্দ্রিণী পদ্মিনী ছহে,প্রেম অতিতর। চৈত্র মধু মাস বসন্ত প্রকাশ তরু লতা সুশোভিত। কোকিল হুঙ্কারে ভ্রমর ঝঙ্কারে সৌরভে বিশ্ব মোহিত ॥ কুঞ্জবনে গিয়া রমণী লইয়। বিহরে নলকুবর। রমণী সঙ্গেতে বিহরে রঙ্গেতে আর যত সহচর । শুক্ল অষ্টমীতে ভুবন ভ্রমিতে পূজা লইবার মনে। অন্নদা জননী চলিল। আপনি লয়ে সহচরীগণে । যাইতে যাইতে পাইলা দেখিতে নলকুবরের খেলা । দেখি বনশোভা মন হৈল লোভা কৌতুক দেখিতে গেল। মৃত্যবাদ্য গীত গন্ধে অমোদিত নানা ভোজ্য আয়োজন নির্ম্মল চন্দ্রিক প্রফুল্ল মল্লিকা শীতল মন্দ পবন । }