পাতা:অন্নদামঙ্গল.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নলকুবরেশাপ । እ»ፃሕU কহেন অভয় দেখ লো বিজয় কে বুঝি পূজে আমারে এ ঙ্কৈল্প যেমন . না দেখি এমন এই সে ধন্য সংসারে | হাঁসি জয়া কহে ও“ম। এ লে † এ ত কুবেরের বেটা। পূজা কি কে জানে কারে বা ও মনে উহারে আঁটয়ে কেট, ধনমত্ত অতি লইয়া যুবতী ও করে কামবিহার। পুজিছে তোমারে বল্ল কি বিচারে কি কব আমি ইহার । ধনমত্ত যেই সে কি সেবা দেই আপনি না জনি কিবা । নিকট হইয়া জিজ্ঞাসহ গিয়া এখনি মর্ম্ম পাইবা ॥ পুরুষ আকারে যাহ ছলিবারে না যাও নারীর বেশ্লে। মত্ত মধুপানে বিদ্ধ কামবাণে লজ্জা দেই পাছে শেষে । শুম্ভনিশুম্ভারে বধ করিবারে মোহিনী হইয়া ছিলে । গৃহিণী করিত্বে আইল লইতে মে। সবারে লাজ দিলে। জয়ার বচনে হাসি মনে মনে অণপনি দেবী চলিলা । ব্রাহ্মণের বেটু". কৌতুক অশেষে নিকটেতে উত্তরিলা ॥ কুহেন ব্রাহ্মণ শুন হে সুজন কেমন বুদ্ধি তোমার। পণ্ডিত হইয়া পর্ব্ব না মানিয়া করিছ রতিবিহার। এই যে অষ্টমী পুণ্যদ এ তমী ,অন্নদীর ব্রততিথি । ইহাতে অন্নদা অবশ্য বরদা তাহারে কর অতিথি । এই দিব্য স্থল এ দ্রব্য সকল অন্নদাপূজার যোগ্য। ন পূজি ভঁাহারে যুবতীবিহারে কেন কর প্রেতভোগ্য । এমন শুনিয়া হাসিয়া ঢুলিয়া ঘূর্ণিত রক্ত লোচনে। মাথা হেলাইয়া অঙ্গ দোলাইয়া "জড়িমযুক্ত বচনে | অতিমত্ত মদে না গণে আপদে কহে কুবেরের বেটা । এ নব বয়সে ছাড়িয়া এ রসে কার পূজা করে কেট ।