পাতা:অন্নদামঙ্গল.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>b”o অন্নদামঙ্গল। এ সুখযামিনী এ নব কামিনী এ আমি নবযুবক। এ রস ছাড়িয়া পুজায় বসিয়া ধ্যানে রব যেন বক। জানি অন্নদারে সেজানে অtয়ারে ফি হবে পুজিলে তার অন্নদা যেমন কতেক তেমন আtছয়ে মোর ভাণ্ডারে ॥ শঙ্কর ভিখারী সে ত তারি নারী আমি মর্ম্ম জানি তার। বাপরি ভাণ্ডারে অন্ন চাহিবারে দিনে আসে তিন বার। কি বলে বামণ অরে চরগণ বধ রে ইহার প্রাণ। এমন শুনিয়া সক্রোধ হইয়া দেবী হৈল অন্তৰ্দ্ধান ॥ হুঙ্কার ছাড়িয়া জয়ারে ডাকিয়া বিজয়ীরে দিলা পান । ডাকিনীযোগিনী শাখিনী পেতিদী যুদ্ধে হৈল আগুয়ান । ভাঙ্গি কুঞ্জবনে বধি যক্ষগণে নলকুবরেরে ধরে। রমণী সঙ্গেতে বান্ধিয়া রঙ্গেতে দিল অন্নদা গোচরে ॥ অন্নদা ভাবিয়া ব্রতের লাগিয়া শাপ দিলা তিন জনে । মর্ত্ত্যলোকে যাও নর দেহ পাও রায় গুণাকর ভণে । নলকুবরের প্রাণত্যাগ । - কান্দে নলকুবর দুঃখিত। চন্দ্রিণী পদ্মিনী সংমিলিত ॥ না জানিয়া করিয়াছি দোষ। দয়াময়ি দূর কর রোষ । কেন দিল নিদারুণ শাপ। ভূমে গেলে বাড়িবেক পাপ । শাস্তি দিব৷ যদি মনে আছে। স্বপ্নে দেহ শমনের কাছেকুম্ভীপক রেীরবে রহিব | তথাপি ভূতলে না যাইব । ভূমে কলি বড় বলবান নাহি রাখে ধর্মের বিধান । পণতকিলোকের মাঝে গিয়া । পড়ি রব পাপ বাড়াইয়া ; ক্রন্দনে দেবীর হৈল দয়া । মর্ম্ম বুঝি কহিছে বিজয় ॥