পাতা:অন্নদামঙ্গল.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮২ অন্নদামঙ্গল । এইরূপে অন্নপূর্ণ তিন জনে লয়ে । উত্তরল ধরাতলে মহাহৃষ্ট হয়ে। ধন্য ধন্য পরগৰ বtণ্ডয়ান লণম। গাঙ্গিনীর পূর্বসুল আন্দুলিয়া গ্রাম । তাহার পশ্চিমপারে রভুগছি গ্রাম। : যাহে অন্নদার দাস হরিহোড় নাম ॥ রছিতে বাসনা নাহি হরিহেড়ি ধামে। এই হেতু উত্তরিলা আন্দুলিয়া গ্রামে ॥ তাহে রাম সমদার নাম এক জন । শ্রোত্রিয় কেশরি গণই রাঢ়ীয় ব্রাহ্মণ ॥ সীতা ঠাকুরাণী নামে তাহার গৃহিণী। ঋতুস্নান সে দিন করিয়াছিল। তিনি । রতিরসে সেই সতী পতিরে তুষিলা। নলকুবরেরে দেবী সেই গর্ভে দিলা । শুভক্ষণে মলকুবরের গর্ভবাস। ' ' এক দুই তিন ক্রমে পুর্ণ দশ মাস ॥ ভূমিষ্ঠ হুইল নলকুবর স্বচ্ছন্দে । ভবানন্দ নাম হৈল ভবের আনন্দে ॥ লালন পালন পাঠ ক্রমে সাঙ্গ পায়। বিস্তার বর্ণিতে তার পুথি মেড়ে যায় । চন্দ্রিণী পদ্মিনী 'ছুহে কৰ্ত দিন পরে। জনম লইল দুই ব্রাহ্মণের ঘরে । চন্দ্রমুখী পদ্মমুখী নাম দু জনার । বিবাহ করিল ভবানন্দ মজুন্দার ।