পাতা:অন্নদামঙ্গল.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভবানদের অমর্ত্তান্ত। ১৮৩ চন্দ্রমুখী প্রসৰিল তিন পুত্র ক্রমে। গোপাল গোৱিন্দ আর শ্রীকৃষ্ণ প্রথমে । পদ্মমুখী যুবতী রহিলু ... সুয়াভাবে মজুদার তাকে অস্তুগত ॥ নানারসে মজুদার ছহে অভিলাষী। সাধী মাধী নামে দুহে দিলা দুই দাসী । ইতঃপর অন্নপূর্ণ হরিছেড়ে ছাড়ি । আসিবেন ভবানন্দ মজুদার বাড়ী । গৃহচ্ছেদে হরিহোড় সতত উন্মন। দিনে দিনে নানামত বাড়িছে যন্ত্রণ ॥ এক দিন পূজায় বলিয়া ধ্যান করে। তার কন্যা হয়ে দেবী গেল তার ঘরে { মনে আছে ভার পূর্ব দিবস হইতে। জামাই এসেছে তার কন্যারে লইতে ॥ অন্নপূর্ণ বিদায় চাহিল৷ সেই ছলে । ক্রোধাভরে হরিহেtড় যাহ ফাহ বলে ৷ এই ছলে অন্নপূর্ণ বাপি লয়ে করে। চলিলেন ভবানন্দ মজুন্দার ঘরে । স্থির নাহি হয় হরি যত ধ্যান ধরে । , বাহিরে আশ্মি দেখে কন্যা আছে ঘরে । জিজ্ঞাসা করিয়া তার বিশেষ জানিল । অন্নদা ছাড়িল বলি শরীর ছাড়িল । চারি দিকে বন্ধুগণ করে হায় হয়। দেখিতে দেখিতে ধন ধান্য উড়ে যায় ॥