পাতা:অন্নদামঙ্গল.djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

' >b〜S) * `बल्वप्नदृषक्रल । ভবানী কহেন তোর নায়ে ভরা জল । আলতা ধুইবে পদ কোথা থুব বল । পাটুনী বলিছে !মা গো শুন নিবেদন । সেঁউতী উপরে রাখো ও রাঙ্গা চরণ ॥ পাটুনীর বাক্যে মাতা হাসিয়া অন্তরে। রাখিল দুখানি পৃদ সেঁউতী উপরে। বিধি বিষ্ণু ইন্দ্র চন্দ্র যে পদ ধোয়ায় | হৃদে ধরি ভূতনাথ ভূতলে লুঠায় ॥ " সে পদ রাখিলা দেবী সেঁউতী উপরে । তাঁর ইচ্ছা বিনা ইথে কিন্তপ সঞ্চরে } সেঁউতীতে পদ দেবী রাখিতে রাখিতে । সেঁউতী হইল সোনা দেখিতে দেখিতে | সোনার সেউতী দেখি পাটুনীর ভয়! এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় । তীরে উত্তরিল তরী তারা উত্তরিলা। ’ পুর্ব্বমুখে সুখে গজগমনে চলিলা ॥ সেঁউতী লইয়া কক্ষে চলিল পাটুনী | পিছে দেখি তারে দেবী ফিরিলা আপনি ॥ সভয়ে পাটুনী কহে চক্ষে বহে জল । দিয়াছ যে পরিচয় সে বুঝিনু ছল । । হের দেখ সেঁউতীতে থুয়ে ছিলা পদ । কাঠের সেঁউতী মোর হৈল অষ্টাপদ । ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয়। ' দয়ায় দিয়াছ দেখা দেহ পরিচয় ॥