সতী ঝি আমার বিদ্যুত আকার বাতুলের হৈল জায়া।
আমি অভাজন পরম ভাজন ঘটক নারদ ভায়া॥
আহা মরি সতি কি দেখি দুর্গতি অন্ন বিনা হৈলা কালী।
তোমার কপাল পর বাঘছাল আমার রহিল গালি॥
শিবনিন্দা শুনি রোষে যত মুনি দধীচি অগস্ত্য আদি।
দক্ষে গালি দিয়া চলিলা উঠিয়া শ্রবণে কর আচ্ছাদি॥
তবু পাপ দক্ষ নিন্দি কত লক্ষ সতী সম্বোধিয়া কহে।
তার মৃত্যু নাই তোর নাহি ঠাই আমার মরণ নহে॥
মোর কন্যা হয়ে প্রেত সঙ্গে রয়ে ছি ছি এ কি দশা তোর।
আমি মহারাজ তোর এইসাজ মাথা খেতে আলি মোর॥
বিধবা যখন হইবি তখন অন্ন বস্ত্র তোরে দিব।
সে পাপ থাকিতে নারিব রাখিতে তার মুখ না দেখিব॥
শিবনিন্দা শুনি মহাদুঃখ গুণি কহিতে লাগিলা সতী।
শিবনিন্দা কর কি শকতি ধর কেন বাপা হেন গতি॥
যারে কালে ধরে সেই নিন্দে হরে কি কহিব তুমি বাপ।
তর অঙ্গজনু তেজিব এ তনু তবে যাবে মোর পাপ॥
তিনি মৃত্যুঞ্জয় গালিতে কি হয় মোর যেতে আছে ঠাই।
কর্ম্ম মত ফল যজ্ঞ যাবে তল তোর রক্ষা আর নাই॥
যে মুখে পামর নিন্দিলে শঙ্কর সে মুখ হবে ছাগল।
এতেক কহিয়া শরীর ছাড়িয়া উত্তরিলা হিমাচল॥
হিমগিরিপতি ভাগ্যবান অতি মেনকা তাহার জায়া।
পূর্ব্বতপবরে তাহার উদরে জনমিলা মহামায়া॥
সতী দেহ ত্যাগে নন্দী মহা রাগে সত্বরে গেলা কৈলাসে।
শূন্য রথ লয়ে শোকাকুল হয়ে নিবেদিলা কৃত্তিবাসে॥
পাতা:অন্নদামঙ্গল.djvu/৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩০
অন্নদামঙ্গল।
