পাতা:অন্নদামঙ্গল.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পীঠমালা।
৪১

নেপালে দক্ষিণ জঙ্ঘা কপালী ভৈরব।
দেবী তায় মহামায়া সদা মহোৎসব॥ ৪৪॥
জয়ন্তায় বাম জঙ্ঘা ফেলিলা কেশব।
জয়ন্তী দেবতা ক্রমদীশ্বর ভৈরব॥ ৪৫॥
দক্ষিণ চরণ খানি পড়ে ত্রিপুরায়।
নল নামে ভৈরব ত্রিপুরা দেবী তায়॥ ৪৬॥
ক্ষীরগ্রামে ডানি পার অঙ্গুষ্ঠ বৈভব।
যুগাদ্য দেবতা ক্ষীরখণ্ডক ভৈরব॥ ৪৭॥
কালীঘাটে চারিটি অঙ্গলী ডানি পার।
নকুলেশ ভৈরব কালিকা দেবী তার॥ ৪৮॥
কুরুক্ষেত্রে ডানি পার গুল্ফ অনুভব।
বিমলা তাহাতে দেবী সম্বর্ত্ত ভৈরব॥ ৪৯॥
বিভাসেতে বাম গুল্ফ ফেলিলা কেশব।
ভীমরূপা দেবী তাহে কপালী ভৈরব॥ ৫০॥
তিরোতায় পড়ে বাম পদ মনোহর।
অমরী দেবতা তাহে ভৈরব অমর॥ ৫১॥
শূন্য শির দেখি শিব হৈলা চিন্তাবান।
হিমালয় পর্ব্বতে বসিলা করি ধ্যান॥
কৃষ্ণচন্দ্র আজ্ঞায় ভারতচন্দ্র গায়।
হরি হরি বল সবে পালা হৈল সায়॥

ইতি শুক্রবারের প্রথম নিশাপালা।