পাতা:অন্নদামঙ্গল.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ჯ) अन्नमोभत्रव्न् । হিমালয় মেনকা যদ্যপি দিল.সায় । লগ্নপত্র করিয়া নারদ মুনি যায় । আজ্ঞা দিলা কৃষ্ণচন্দ্র ধরণী ঈশ্বর । রচিলা ভারতচন্দ্র রায় গুণকর ॥ শিবের ধ্যানভঙ্গে কণমভস্ম । শিবের সম্বন্ধ করিয়া নির্ব্বন্ধ আইলা নারদ মুনি । কমললোচন আদি দেবগণ পরম অগনন্দ শুনি ॥ সকলে মিলিয়া শিব কাছে গিয়া বিস্তর করিলা স্তব ! নাহি ভঙ্গে ধ্যান দেখি চিন্তাবান হইল বিধি কেশব ॥ মন্ত্রণা করিয়া মদনে ভাকিয়া , সুরপতি দিলা পান। সম্মোহন বাণ করিয়া সন্ধান শিবের ভাঙ্গহ ধ্যান ॥ ইন্দ্রের আজ্ঞায় রতিপতি ধায় পুষ্পশরণসন হাতে । সমুখে সামন্ত ধাইল বসন্ত কোকিল ভ্রমর সাতে । মলয়পবন বহে ঘন ঘন শীতল ঠুগন্ধ মন্দ । তরুলতাগণ ফুলে সুশোভন জগতে লাগিল ধন্দ । যত দেবগণ হৈল আদর্শন হরের ক্রোধের ভয় । পুর্ব্ব নিযে়াজন নিকট মরণ মদন সমুখে রয় । আকর্ণ পুরিয়া সন্ধান করিয়া সম্মোহন ব,ণ লয়ে । ङ्क८ग হাঁটু পাড়ি দিল বাণ ছাড়ি অনলে পতঙ্গ হয়ে । কিবা করে ধ্যান “কিবা করে জ্ঞান যে করে কামের শর। সিহরিল অঙ্গ ধ্যান হৈল ভঙ্গ নয়ন মিলিলা হর । কণমশরে ত্রস্ত নারী লাগি ব্যস্ত নেহণলেন চারি পশে । সমুখে মদন হাতে শরাসন মুচকি মুচকি হাসে ।