পাতা:অন্নদামঙ্গল.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিবের ধ্যামভঙ্গে কামভস্ম। 8१ দেখি পুষ্পশরে ক্রোধ হৈল হরে অটল অচল টলে। ললাটলোচন হৈতে হুতাশন ধক ধক ধক জ্বলে ॥ মদন পলায় পিছে অগ্নি ধায় ত্রিভুবন পরকাশি । চৌদিকে বেড়িয়া মদনে পুড়িয়ু করিল ভন্মের রাশি। মরিল মদন তবু পঞ্চানন মোহিত তাহার বাণে। বিকল হইয়া নারী তপাসিয়া ফিরেন সকল স্থানে ? কামে মত্ত হর দেহীিয়া অন্সর কিন্নরী দেবি সকল । যায় পলাইয়। পশ্চাতে তাড়িয়া ফিরেন শিব চঞ্চল । মনে মনে হাসি হেন কালে আসি নারদ হৈল সমুখ । নারদে দেখিয়া সলজ্জ হইয়া হর হৈলা হেটমুখ ॥ খুড়া খুড়া কয়ে দণ্ডবত হয়ে কহিছে নারদ হাসি। দক্ষ গৃহ ছাড়ি হেমন্তের বাড়ি জনমিলা সতী আলি। বিবাহ করিয়া তাহারে লইয়া আনন্দে কর বিহর । শুনি শিব কন ও রে বাছাধন ঘটক হও তাহার । মুনি কহে দ্রুত সঁকলি প্রস্তুত বর হয়ে কবে যাই । কহেন শঙ্কর বিলম্ব না কর আজি চল মোর বাবা ৷ শুনি মুনি কয় এমন কি হয় সর্ব্ব দেব গণে কহ । প্রায় হয়ে বুড়া ভুলিয়াছ খুড়া দিন দুই স্থির রহ ? শ্বাস্ত হৈলা হর যতেক অমর এলা যথা পশুপতি। কামের মরণ করিয়া শ্রবণ কান্দয়া আইলী রতি ॥ কৃষ্ণচন্দ্র রায় রাজা ইন্দ্রপ্রায় - অশেষ গুণ সাগর । তার অভিমত রচিলা ভারত কবি রায় গুণাকর ॥