পাতা:অন্নদামঙ্গল.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

শিব বিবাহ।

করতালী দিয়া বেড়ায় নাচিয়া হাসে হিহি হিহি হিহি।

দন্ত কুড়মড়ি করে জড়াজড়ি লক লক লক জিহি॥

করে চড়াচড়ি ধায় রড়ারড়ি  কিলাকিলি গণ্ডগোল।

কেকারে আছাড়ে কেকারেপাছাড়ে কে মানে কাহার বোল॥

তরু উপাড়িয়া গিরি উখাড়িয়া কৈল প্রলয়ের ঝড়।

বরযাত্রগণ লইয়া জীবন পলাইল দিয়া রড় ॥

ইন্দ্রাদি পলায় অন্য কৈবা তায় দেখিয়া আনন্দ হরে।

আগে ভাগে হরি বিধি সঙ্গে করি গেল হেমন্তের ঘরে॥

হিমগিরিরাজ করিয়া সমাজ বসি পুরোহিত সাথ।

বলদে চড়িয়া শিঙ্গা বাজাইয়া এল বর ভূতনাথ॥

যত কন্যা যাত্র দেখিয়া সুপাত্র বলে এ কেমন বর।

বরযাত্রগণে দেখি ভয় মনে না সরে কার উত্তর॥

কৃষ্ণচন্দ্র রায় রাজা ইন্দ্রপ্রায় অশেষ গুণসাগর।

তার অভিমত রচিলা ভারত কবি রায় গুণাকর॥

শিব বিবাহ।

জয় জয় হর রঙ্গিয়া।

করবিলসিত নিশিত পরশু অভয় বর কুরঙ্গিয়া   

লক লক ফণি জুটবিরাজ তক তক তক রজনিরাজ

ধক ধক ধক দহন সাজ বিমল চপল গঙ্গিয়াঁ।

ঢুলু ঢুলু ঢুলু নয়ন লোল হুলু হুলু হুলু যোগিনী বোল

কুলু কুলু কুলু ডাকিনীরোল প্রমদ প্রমথ সঙ্গিয়া।

ভভম ভবম ববম ভাল ঘন বাজে শিঙ্গা ডমরু গাল

রুদ্র তালে তাল দেয় বেতাল ভৃঙ্গী নাচে অঙ্গভঙ্গিয়া।