পাতা:অন্নদামঙ্গল.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিব বিবাহ |


শিব গোত্র শম্ভূ শর্ব্ব শঙ্কর প্রবর।

শুনিয়া বিধিরে চাহি হাসিলেন হর॥  

এ রূপে গিরিশে গিরি গৌরী দান দিলা।

স্ত্রী আচার করিবারে মেনকা আইলা॥

কেশব কৌতুকী বড় কৌতুক দেখিতে।

নারদেরে কহিলা কন্দল লাগাইতে॥

গরুড়ে কহিলা তুমি ভয় দেখাইয়া।

শিবকটিবন্ধ সাপ দেহ খেদাইয়া॥

এয়োগণ সঙ্গে করি প্রদীপ ধরিয়া।

লইয়া নিছনীতালা হুলাহুলি দিয়া॥

বরের সমুখে মাত্র মেনকা আইলা।

পলাবার পথে গিয়া হরি দাড়াইলা॥

গরুড় হুঙ্কার দিয়া উত্তরিল গিয়া।

মাথা গুজে যত সাপ যায় পলাইয়া॥

বাঘ ছাল খসিল উলঙ্গ হৈলা হর।

এয়ো গণ বলে ও মা এ কেমন বর॥

মেনকা দেখিলা চেয়ে জামাই লেঙ্গটা।

নিবায়ে প্রদীপ দেয় টানিয়া ঘোমটা॥

নাকে হাত এয়োগণ বলে আই আই।

মেদিনী বিদরে যদি তাহাতে সামাই॥

দেখিয়া সকল লোক মসাল নিবায়।

শিবভালে চাদ অগ্নি আলো করে তায়॥

লাজে মরে এয়োগণ কি হৈল আপদ।

মেনকার কাছে গিয়া কহিছে নারদ॥