পাতা:অন্নদামঙ্গল.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কন্দল ওঁ শিবনিন্দ । C আমার উমা মেয়ের চূড়া ভাঙ্গড় পাগল ওই না বুড় ভারত কহে পাগল নহে ওই ভুবনেশ্বর লো । কান্দে রাণী মেনকা চক্ষুর জলে ভাসে । নখে নখ বাজায়ে নারদ মুনি হাসে । কন্দলে পরমানন্দ নারদের টেকী। আঁকশলী পোয় মোন গড়ে মেকামেকি । পাখা নাহি তবু টেকী উড়িয়া বেড়ায় । কোণের বহুড়ী লয়ে কন্দলে জড়ায় ॥ সেই টেকী চড়ে মুনি কান্ধে বীণ যন্ত্র । দাড়ী লড়ে ঘন পড়ে' কন্দলের মন্ত্র ॥ আয় রে কন্দল ভোরে ডাকে সদাশিব । মেয়ে গুলা মাথা কোড়ে তোরে রক্ত দিব । বেনা ঝোড়ে বুটি বান্ধি কি কর বসিয়া । এয়ে সুয়া এক ঠাই দেখ রে আসিয় ॥ ঘুরূলে বাঙাস লয়ে জলের ঘুরলে | সেহাকুল কাটা হাতে ঝাট এসে চলে । এক ঠাই এত মেয়ে দেখা নাহি যায়। দোহাই চণ্ডীর তোরে অীয় অtয় অণয় ॥ নারদের মন্ত্র ড়ন্ত্র না হয় নিস্ফল । পরম্পর এয়োগণে বাজিল কন্দল ৷ এ বলে উহারে সই ওটা,বড় ঠেটা । আর জন বলে সই এই বটে সেট। ৷ যেই মাত্র বুড় বর হইল লেঙ্গট । আই মা লে৷ চেয়ে রৈল ফেলিয়া ঘোমটা ।