পাতা:অন্নদামঙ্গল.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

«v अन्नप्रांमत्र छन् । সে বলে লে বটে বটে আমি বড় ঠেটা। গোবিন্দে সুন্দর দেখি চেয়ে রৈল কেট । তার সই বলে থাক জানি লে উহারে। পথিকেরে ভুলইয়া আনে আঁখি ঠারে । ইহার হইয়া কহে উহার মকর। গোবিন্দেরে দেখিয়াছে এ বড় পামর ॥ চারিমুখ। রাঙ্গাটা বরের ভাই হেন। তার দিকে তোর দিদী চেয়ে রৈল কেন । সে বলে নাফানী আলো না জান আপন । চাদে দেখি দেখিয়াছি জোর সতীপন; } এই রূপে কন্দলে লাগিল, কুটকুটি | ডাকাডাকি গলাগলি মাথা কুটকুটি । দাড়াইয়া পিড়ায় হাসেন পশুপতি। হেটমুখে মৃদু মন্দ হাসেন পার্ব্বতী । হর হর বলিয়া ডাকিছে ভূতত। হরিষ বিষাদে হিমালয় জ্ঞানহত । ভূতভয়ে এয়োগণ নীরব রহিছে। ডুকরিয়া ফুকরিয়া মেনকা কহিছে। আহ মরি ও মাউম সোণুর পুতুল । খুড়jরে কে বলে বসু কেবল বাতুল | পায়ে পড়ে আমার উমার কেশ পাশ । বুড়ার বিকট জট পরশে আকাশ ৷ আমার উমার দন্ত মুকুতাগঞ্জন । বায়ে লড়ে ভাঙ্গা বেড়া বুড়ার দশন ॥