পাতা:অন্নদামঙ্গল.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কন্দল ও শিবনিন্দ। ᏣᏜ উমার বদন-চাঁদে পরকাশে রাকা । বুড়ার বিকট মুখে দাড়ী গোঁফ পাকা । কি শোভা উমর গায়ে সুগন্ধি চন্দন। ছাই মাখে অঙ্গে বুড়ী এ কি অলক্ষণ । উমার গলায় জাতী মালতীর মালা । বুড়ার গলায় হাড়মালা এ কি জ্বালা । বিচিত্র বসন উমা পরে কত বন্ধে । বাঘছাল পরে বুড়া আঁত উঠে গন্ধে । উমার রতনকার্থী ভূমর গুঞ্জরে। বুড়ার কোমরবন্ধ ফণী ফেঁাস ধরে । নিছনি করিতে গেহ লয়ে তৈল কুড়। সাপে খেয়ে ছিল প্রায় বাচালে গরুড় । আইম এ লাজ কি রাখিতে ঠাই আছে। কেমনে উলঙ্গ হৈল শাশুড়ীর কাছে ॥ আলো নিৰ্বাইহ সবে দারুণ লজ্জায়। কপালে আগুন তার আলোঁ করে তায় । আহা মরি বাছা উমা কি তপ করিলে । সাপুড়ের ভূতুড়ের কপালে পড়িলে । বরযাত্র-প্রেস্তুভুড় দাড়াইয়া স্থতে। ভাগ্যবলে এয়োগণে #া পাইল ভূতে " কহিছে ভারতচন্দ্র রায় গুণাকর। দক্ষযজ্ঞ মনে করি নিন্দহ শঙ্কর ॥