পাতা:অন্নদামঙ্গল.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\V)v') অন্নদামঙ্গল । , এবারপাথরে ফেলিয়া আমারে দোষ বারেবারে লইও না শিশুগণ মিলা যেন খেলা দিলা তেমন এখানে খেলিও ন! তবমায়াছান্দে বিশ্বপড়িকান্দে ভারতে এফেরে ফেলিও না আনন্দ সাগরে হর মগন হইল। বিনয়ে দেবীর প্রতি কহিতে লাগিলা ॥ তুমি মুল প্রকৃতি সকল বিশ্বসার। কৃপা করি আমারে করিলে অঙ্গীকার । দক্ষযজ্ঞে আমার নিন্দায় দেহ ছাড়ি । এত দিন ছিল গিয়া হেমন্তের বাড়ি ॥ ভাগ্যে সে তোমার দেখা পন্থ আরবার। সত্য করি কহ মোরে না ছাড়িবে অণর : হাসিয়া কহেন দেবী তোমা ছাড়া মই । শঙ্কর কহেন তবে এস এক হই । অঙ্গে অঙ্গে তোমার আমার অঙ্গে অঙ্গে । হরগৌরী এক তন্থ হয়ে থাকি রঙ্গে ॥ হাসিয়া কহেন দেবী এমন কি হয় । সোহাগে এমন কথা পুরুষের কয় ? নারীর পতির প্রতি বাসন নমন । পতির নারীর প্রতি মন কি তেমন ॥ পাইতে পতির অঙ্গ নারী সাদ করে। • তার সাক্ষী মৃতপতিসঙ্গে পুড়ে মরে । পুরুষের দেখ যদি নারী মরি যায়। অন্য নারী ঘরে আনে নাহি স্মরে তায় ।