পাতা:অন্নদামঙ্গল.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরগেীরীর কথোপকথন । ৬৭ নিজ অঙ্গ-যদি মোর অঙ্গে মিলাইবা । কুচনীর বাড়ী তবে কেমনে যাইব । শুনিয়া কহেন শিব পাইয়। সরম। তোমার সহিত নাহে এমন মরম ৷ তোমার শরীর আমি মাথায় করিয়া। দেখিয়াছ ফিরিয়াছি পৃথিবী ঘুরিয়া। চক্র করি চক্রপাণি চক্রেভে কাটিয়া । মোর মাথা হৈতে তোমা দিলা ছাড়াইয়া ! অঙ্গ প্রতিঅঙ্গ তব পুড়িল যেখানে । ” ভৈরব হইয়া আমি রয়েছি সেখানে ॥ তবে মেরে হেনু কথা কহ কি লাগিয়া । আরবার যাবে বুঝি আমারে ছাড়িয়া ॥ শুনিয়া:কহেন দেবী সহগস বদনে । সমভাবে দোহে এক হইবে কেমনে ॥ পাঁচ মুখ তোমার আমার এক মুখ । সমভাগে অৰ্দ্ধভাগে তুমি পাবে দুখ ॥. দশ হাত তোমার আমার দুটি হাড় । । সমভাগে অৰ্দ্ধভাগে হইবে উৎপাত ॥ শঙ্কর কহেন জন পূর্ব্ব সমাগর। .এক মুখ দুই হাত আছিল আমার । , উৰ্দ্ধ মুখে আগমে তোমার গুণ গাই। দুই ভুজ উৰ্দ্ধ করি তোমারে ধেয়াই । চগরি বেদে তব গুণ গান করিবারে । চারি মুখ দিলা তুমি অধিক আমারে ।