পাতা:অন্নদামঙ্গল.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৈলাসুবর্ণন । Nరిన) কপাল লোচন অtধই আধে মিলন হইল বড়ই সাধে দুই ভুগি অগ্নি এক অবাধে হইল প্রণয় করি রে ॥ দোহার আধ আধ আধশশী শোভা দিল বড় মিলিয়া বসি আধ জটাজুট গঙ্গা সরসী আধুই চারু কবরী রে । এক কাণে শোভে ফণিমণ্ডল এক কাণে শোভে মণিকুণ্ডল আধ অঙ্গে শোভে বিভূতি ধবল,আধই গন্ধকন্তুরী রে । ভারত কবি গুণাকর রায় কৃষ্ণচন্দ্র প্রেম ভকতি চায় হরগোরী বিয়া-হইল সায় সবে বল হরি হরি রে । ইতি শনিবারের নিশাপাল। دسمههeچيeهههد কৈলাসবর্ণন। কৈলাস ভূধর অভিমনোহর কোটি শশি পরকাশ।. গন্ধর্ব্ব কিন্নর যক্ষ বিদ্যাধর অঙ্গর গণের বাস ॥ রজনী বাসর মাস সংবৎসর দুই পক্ষ সাত বার। • তন্ত্র মন্ত্র বেদ কিছু নাহি ভেদ সুখ দুঃখ একাকার ॥ তরু নানাজাতি লতা নানাভাতি ফলে ফুলে বিকসিত। বিবিধ বিহঙ্গ বিবিধ ভূজঙ্গ নানা পশু সুশোভিত । অতি উচ্চতরে শিখরে লিখুৰুে সিংহ সিংহনা করে। কোকিল হুঙ্কারে ভ্রমর ঝঙ্কার মুনির মানস্থ হরে । মৃগ পালে পাল শার্দ্দল রাখাল কেশরী হস্তিরাখাল। ময়ুর ভুজঙ্গে ক্রীড়া করে রঙ্গে ইদুরে পোষে বিড়াল। সবে পিয়ে সুধা নাহি তৃষ্ণ ক্ষুধ কেহ না হিংসয়ে করে। যে যার ভক্ষক সে তার রক্ষক সার অসারসংসারে ।