পাতা:অন্নদামঙ্গল.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরগেীরী কন্দল । १७ আমার কপাল মন্দ তাই নাই ধন । উহঁর কপালে সবে হয়েছে নন্দন ॥ কেমনে এমন কন লাজ নাহি হয় । কহিবারে পারি কিন্তু উপযুক্ত নয় ॥ অলক্ষণ সুলক্ষণা যে হই সে হই । মোর আসিবার পূর্বকালি-ধন কই । গিয়াছিলে বুড়ীটি যখন বর হয়ে 1, গিয়াছিলে মোর তরে কত ধন লয়ে ॥ বুড়া গরু লড়ার্দাত ভাঙ্গা গছ গাড় । বুলি কঁথা বাঘছাল সাপ সিদ্ধি লাডু। তখন যে ধন ছিল এখন সে ধন । তবে মোরে অলক্ষণাকন কি কারণ ॥ উহঁীরভাগ্যের বলে হইয়াছে বেটী । কারে কবু এ কৌতুক বুঝিবেক কেটা । বড় পুত্র গজমুখ চারি হাতে খান। সৰুে গুণ সিদ্ধি খেতে বাপের সমান ॥. ভিক্ষা মাগি খুদ কোণ যে পান ঠাকুর । তাহার ইদুরে করে কাটুর কুটুর । ছোট পুত্র কীর্ত্তিকূেয় ছয় মুখে খায় । উপায়ের সীমা নাই য়ুযুরে উড়ায় । । উপযুক্ত দুটি পুত্র আপনি যেমন । সবে ঘরে আমি মাত্র এই অলক্ষণ ॥ করেতে হইল কড়া সিদ্ধি বেটে বেটে । ভৈল বিনা চুলে জটা অঙ্গ গেল ফেটুে ॥ Q