পাতা:অন্নদামঙ্গল.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

q8 অন্নদামঙ্গল । শাখা শাড়ী সিন্দূর চন্দন পান গুয়া । নাহি দেখি আয়তি কেবল আচাভুয় ॥ ভারত কহিছে মা গো কত বল আর । শিবের যে তিরস্কার সেই পুরস্কার ॥ শিবের ভিক্ষায় গমনোযোগ | ভৰানীর কটুভাষে লজ্জা হৈল কৃত্তিবাসে ক্ষুধানলে কলেবর দহে। বেলা হৈল অতিরিক্ত শ্বিত্তে হৈল গল। তিক্ত বৃদ্ধ লোকে ক্ষুধা মাহি সহে ॥ হেটমুখে পঞ্চানন নন্দিরে ডাকিয়া কন বৃষ অীন যাইব ভিক্ষায়। আন শিঙ্গা হাড়মলি ডমরু বাঘের ছাল বিভুতি লেপিয়া দেহ গায় ॥ আন রে ত্রিশূল বুলি প্রমর্থ সকল গুলি যত গুলি ধুতুরার ফল। খলি ভূরা সিদ্ধিগুড়া লহ রে ঘোটন কুড়া জটায় আছিয়ে গঙ্গাজল । ঘর উজাড়িয়া যাব ভিক্ষীয় যে পাই খাব অদ্যাবধি ছড়িইকৈলাস। নারী যার স্বতন্তর সে জন জিয়ন্তে মর তাহারে উচিত বনবাস ॥ বৃদ্ধকাল আপনার নাহি জানি রোজগার চণসবাস বাণিজ্যব্যাপার।