পাতা:অন্নদামঙ্গল.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৬ अन्नमांभत्र व्ज़ । জয়ার উপদেশ । কহে সখী জয় শুনগো অভয়া এ কি কর ঠাকুরালি । ক্রোধে করি ভর যাবে বাপ ঘর খেয়াতি হবে কক্ষণলি ৷ মিছা ক্রোধ করি আপন পাসরি কি কর ছবিগল খেল । সুখমোক্ষ ধাম অন্নপূর্ণ নাম সংসারসাগরভেলা ॥ অন্নপুর্ণ হয়ে অন্ন দেহ কয়ে দাড়ীবে কাহার কাছে। দেখিয়া কণাঙ্গালি সবে দিবে গালি রহিতে না দিবে নাছে জননীর আশে যাবে পিতৃবাসে ভূাজে দিবে সদা তাড়া। বাপে না জিজ্ঞাসে মায়ে না সন্তাষে যদি দেখে লক্ষ্মীছাড় যা বলি তা কর নিজ মুর্ত্তি ধর বস অন্নপূর্ণ হয়ে । কৈলাসশিখর অন্নে পূর্ণ কর জগতের অন্ন লয়ে । उिन ভূমণ্ডলে যে স্থলে যে স্থলে যত যত অন্ন আছে। কটাক্ষ করিয়৷ আনহ হরিয়া রাখ আপনার কাছে | কমল আসন আদি দেবগণ কোটি কোটি লক্ষ লক্ষ । কমলা প্রভৃতি যতেক প্রকৃতি এই স্থানে দেহ ভক্ষ । ফিরি ঘরে ঘর হইয়া ফাফর কোথাও না পেয়ে অন্ন। আপনি শঙ্কর আসিবেন ঘর হইয়া অতিবিষন্ন ॥ অন্ন দিয়া ভারে সকল সংসারে আপন প্রকাশ কর। প্রকাশিয়া তন্ত্রে অন্নপুর্ণার্মন্ত্রে ৪লাকের যন্ত্রণ হর । তিন ভূমণ্ডলে পুজিবে সকলে চৈত্রশুক্লঅষ্টমীতে। দ্বিতীয়া অন্বিত অষ্টাহ সঙ্গীত বিসর্জন নবমীতে ॥ পুজিবে যে জনে তাহার ভবনে হইবে লক্ষ্মী অচলা । মীর যত আছে সব হবে পাছে কহিবে অষ্টমঙ্গলা ॥