এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ Σ এই সকল ঘটনার দুই ঘণ্টা পরে, অলীক কৌণ্ট প্রকৃত কৌন্টের নিকট হইতে অক্টেভের শিল-মোহরে বন্ধ করা এক পত্র পাইল। হতভাগ্য অধিকারচুতে ব্যক্তির উহা ছাড়া আর কোন শিল-মোহর ছিল না। ইহার পরিণাম অদ্ভুত হইল। স্বকীয় কুলচিহ্নাঙ্কিত শিলমোহর ভাঙ্গিয়া, কৌন্ট-দেহধারী অক্টেভ পত্রপানা পাঠ করিল। বাধে|বাধো হাতের লেখা ; মনে হয় নিজের হাতের লেখা নয়, আর কেত লিখিয়া দিয়াছে। কেননা, অক্টেভের আঙ্গুল দিয়া লেখা, কেন্ট ওলাফের অভ্যাস ছিল না। পত্রে এই কথাগুলি লেখা ছিল ;–“কতক গু* অভাবনীয় ঘটনার পাকচক্রে বাধা হইয়া আমি এমন একটা কাজ করিতে প্রবৃত্ত হইয়াছি,—পুথিবী সূর্য্যের চারিদিকে যখন হষ্টতে ঘুরিতে আরম্ভ করিয়াছে, তখন হক্টতে আজ পর্য্যন্ত যাহা কেহ কথন করে নাই। আমি নিজেকে নিজেই লিখিতেছি, এবং এই পত্রেপ ঠিকানার উপর যে নাম দিয়াছি তাহা আমারই নাম,—যে নামটি তুমি আমার ব্যক্তিত্বের সহিত এক সঙ্গে চুরি করিয়াছ। আমি কাহার কৃষ্ট চক্রান্তের কবলে পড়িয়ছি, কাহার প্রসারিত মায়াজালের ফীদে পী দিয়াছি, তাহা আমি জানি না—তুমি নিশ্চয়ই জান । তুমি যদি ভক কাপুরুষ না হও, তাহা হইলে আমার পিস্তলের গুলি কিংবা আমার অসির তীক্ষ অগ্রভাগ তোমাকে এই গুপ্ত কথা সম্বন্ধে এমন এক স্থানে জিজ্ঞাসা করিবে, যেখানে কি সং কি অসৎ সকল লোকেই প্রশ্নের উত্তর দিয়া থাকে। আগামী কল্য আমাদের মধ্যে একজনকে আকাশের আলোক দর্শনে চিরকালের মত বঞ্চিত হইতে হইবে। এখন আমাদের