এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>br ठरद७ोंद्र বিশ্বাস করবে না। যদি তুমি বল তুমিই আসল কেণ্টি-ওলাফ, লোকে তোমার মুখের সামনে হেসে উঠবে ;—তার প্রমাণ বোধ হয় আগেই পেয়েছ। তোমাকে পাগলা গারদে পাঠিয়ে দেবে, আর সেখানে তোমার মাথায় ডাক্তাররা যতই ঠ ও জল ঢালতে থাকবে—তুমি ততই বলবে, “আমি পাগল নই, আমি বাস্তবিকই কোণ্টেস প্রাস্কোভির স্বামী”— এমনি করে তোমার বাকি জীবনটা কেটে যাবে। তোমার কথা শুনে দয়ালু লোকেরা হদ এই কথা বলবে, “আহা, বেচারা অক্টেভ !" এই কথাগুলা গণিতের মত এতই সত্য যে, কেণ্টি হতাশ হইয় পড়িলেন, তাহার মস্তক বক্ষের উপর ঝুঁকিয়া পড়িল । "আপাতত: তুমিই যখন অক্টেভ, তখন অবশু তুমি অক্টেভের দেরাজ হাতড়ে তার কাগজপত্র দেখেছ, তুমি অবশ্য জানতে পেরেছ, অক্টেভ তিন বৎসর ধরে কোণ্টেসের প্রেমে পড়ে হাবুডুবু খাচ্চে ; কেন্টেসের সদয় পাবার সব চেষ্টাই তাল ব্যর্থ হয়েছে। অক্টেভেব সে প্রেমের উৎকট আকাজক্ষা কিছুতেই যাবে ন—সে প্রেমের আগুন আমরণ প্রজলিত থাকবে ।” ওষ্ঠাধর দংশন করিয়া কেন্ট বলিলেন ;–“হা, আমি তা জানি ।” —“তার পর, আমার মনের বাসনা পূর্ণ করবার জন্তে একটা ভয়ানক উপায়, একটা উৎকট উপায় অবলম্বন করলাম ; ডাক্তার শেরবোনে আমার জন্তে এমন একটা কাণ্ড করলেন, যা কোনও দেশের কোন কালের যাদুকর এপর্য্যন্ত করতে পারে নি। আমাদের দু’জনকে গভীর নিদ্রায় নিমজ্জিত করে চৌম্বক শক্তির প্রক্রিয়ায় আত্মাকে আমাদের দেহ হতে স্থানান্তরিত করলেন। এই অলৌকিক কাণ্ড কোন কাজে এল না । নিস্ফল হল । আমি তাই তোমার শরীর তোমাকে ফিরিয়ে দিতে যাচ্চি। প্রাস্কোভি আমাকে ভালবাসেন ন! ! স্বামীর আকৃতির