এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sર যাত্রাকালে, অক্টেভ ডাক্তারকে বলিল :– “দেখুন, ডাক্তার মশায়, আমি আর একবার আপনার বৈজ্ঞানিক শক্তির পরীক্ষা করতে চাই ; আমাদের দুজনের আত্মা আবার আমাদের নিজের নিজের শরীরে আপনাকে প্রবেশ করিয়ে দিতে হবে । এ কাজটা করা আপনার পক্ষে শক্ত হবে না ; আশা করি, কেন্ট লাবিন্‌স্কি ৰ্তার প্রাসাদের বদলে এই দীনের ফুটরে থাকতে চাবেন না ; আর, তার বহুগুণালঙ্কত আত্মা আমার এই সামান্ত দেহের মধ্যে ল{স করতেও রাজি হবে না। তা’ ছাড়া আপনার যেরূপ শক্তি, ত’তে আপনার কোন প্রকার প্রতিশোধের ভয় নেই।” এই কথায় সায় দিবার ভাবে একটা ইঙ্গিত করিয়া ডাক্তার বলিলেন, “এইবার প্রক্রিয়াটা গতবারের চেয়ে আরো সহজ হবে । যে সব অদৃশু স্ত্রে আত্মা শরীরের সঙ্গে আবদ্ধ থাকে, সেগুলি তোমার মধ্যে ছিন্ন হয়ে গেছে ; আবার যুড়ে যেতে এখনো সময় পায়নি। আর, সন্মোচনের পাত্র সন্মোহনকারীর চেষ্টাকে স্বতই যেরূপ প্রতিরোধ করে, তোমার ইচ্ছাশক্তি সেরূপ বাধা দিতে পারবে না। আমার মত বুড়ে বৈজ্ঞানিক যে এইরূপ পরীক্ষার প্রলোভন ত্যাগ করতে পারে নি, তজ্জন্ত কেণ্ট মহাশয় আমাকে মার্জনা করবেন—কারণ এইরূপ পরীক্ষার পাত্র পুব কমই জোটে, তাছাড়া এইরূপ পরীক্ষা করতে করতে মনের এমন একটা সূক্ষ্ম অবস্থা হয় যে, তখন সেই পরীক্ষণকারী ভবিষ্যৎ ঘটনা বলতে পারে ; যেখানে আর সবাই হার মানে, সে সেখানে জয়লাভ করে। আপনি এই ক্ষণিক রূপান্তরের ব্যাপারকে একটা অদ্ভুত স্বপ্ন বলে ভাবতে পারেন :