এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতার >ર૧ অমনি, ডাক্তার বালথাজার শেরবোনোর শরীর বজাহতের স্থায় কার্পেটের উপর গড়াইয়া পড়িল ; আর অক্টেভের শরীর সবল হইয়া, সজাগ হইয়া, জীবন্ত হইয়া আবার খাড়া হইয়া উঠিল। অক্টেভ-দেহধারী শেরবোনে তাহার নিজের শীর্ণ, অস্থিময় ও নীলাভ পরিত্যক্ত নির্ম্মোকের সম্মুখে কয়েক মিনিট দাড়াইয়া রহিলেন। তাহার এই পরিত্যক্ত দেহের মধ্যে শক্তিশালী আত্মা না থাকায়, সেই দেহে প্রায় তখনই জরার লক্ষণ প্রকাশ পাইল এবং অচিরাৎ ঐ দেহ শব আকার ধারণ করিল। “বিদায়! ওরে অপদার্থ মাংসখও ! বিদায় ; ওরে আমার শতছিদ্র চিরবস্ত্রখানি ! এই ৭০ বৎসর তোকে টেনে-টেনে পৃথিবীময় নিয়ে বেড়িয়েছি! তুই আমার অনেক সেবা করেছিল, তাই তোকে ছেড়ে যেতে আমার একটু দুঃখ হচ্চে। কত দিন থেকে একসঙ্গে থাকা ভ্যাস আমাদের ! কিন্তু এই যুবার দেহাবরণ ধারণ করে আমি এখন বিজ্ঞানের উন্নতি সাধন করতে পারব, শাস্ত্রানুশীলন কবতে পারব, যথোচিত পরিশ্রম করতে পারব, সেই বৃহৎ পুথির আরও কতকগুলি মন্ত্র পাঠ করতে পারব ; যে জায়গাটা খুব ভাল লাগবে সেই জায়গাট পড়বার সময় মৃত্যু এসে সহসা বলতে পারবে না--"আর না, যথেষ্ট হয়েছে, পড়া বন্ধ কর।” আপনার কাছে আপনি এই অস্ত্যেষ্টি বক্তৃতা করিয়া, শেরবোনে তাহার নুতন অস্তিত্ব অধিকার করিবার জন্ত ধীর পদক্ষেপে বাহির হইয়া আসিলেন । এদিকে কোট ওলাফ তাহার প্রাসাদে প্রত্যাগত হইয়াই জিজ্ঞাসা করিলেন, কেন্টেসের সহিত সাক্ষাৎ হইবে কি না। ওলাফ দেখিলেন,—কেন্টেস উদ্ভিদ-গৃহে শৈবাল-বেঞ্চের উপর বসিয়ু