এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতার 8x ওলট-পালট হইয়া গিয়াছিল, এবং প্রসিদ্ধ যাদুকর ক্যালিয়ক্টোর অদ্ভুত ঐন্দ্রজালিক ব্যাপারকেও অতিক্রম করিয়াছিল । ডাক্তার একটা পুরাতন হোটেলের একতলায় বাস করিতেন । আগেকার দস্তুরমত তার ঘরগুলা সারি-সারি একলাইনে অবস্থিত । সেই সব ঘরের উচু জানলা হইতে নীচের বাগান দেখা যায়। বাগানে বড়বড় গাছ ; গাছের গুড়িগুলা কালে,—লম্বা লম্বা সবুজ পাতায় ঢাকা । শক্তিমন কতক গুলা তাপ-প্রবাহ ঘন্ত্রের মুখ হইতে তাপের জলস্ত প্রবাহ বাহির হুইয়া বড় বড় ঘরগুলাকে গরম রাখিয়াছে। এখন ঘরের তাপমান ৩৫ হইতে ৪০ ডিগ্রী । ভারতবর্ষের প্রখর গ্রীষ্মের উত্তাপে অভ্যস্ত ডাক্তার শেরবোনে, আমাদের দেশে ফ্যাকাসে স্বর্য্যকিরণে, থরথর করিয়া কঁাপিতেন--ঠিক সেই ভ্রমণকারীদের মত, যাঙ্গার লাল-নদীর স্বত্রস্থান মধ্য-আফ্রিকা হইতে কেরো'তে ফিরিয়া আসিয়া শীতে কঁাপিতে থাকে । তিনি গাড়ী বন্ধ-সন্ধ না করিয়া গৃহের বাহির হইতেন না ; এবং শীত-কাতরের দ্যায় সর্ব্বশরীর পশু-লোমের আলখাল্লাম আiচ্ছাদন করিয়া গরম-জলে-ভরা একটা টিনের চোঙ্গার উপর প! রপিতেন । তার এই ঘরগুলিতে কতকগুলা অথচ পালঙ্ক ছাড়া আর কোন আদ্‌বাব ছিল না। পালঙ্কগুলা মালাবার দেশের ছিট-কাপড়ে আচ্ছাদিত,-তর উপর অদ্ভুত-আকৃতি হস্তী ও কাল্পনিক বিহঙ্গাদির চিত্র অঙ্কিত, ও সিংহলের আদিমবাসীদিগের দ্বারা রূঢ় ধরণে রং-কর ও সোনার গিটি করা ; বিদেশী ফুলে-"lরা কতকগুলা জাপানী ফুলদানা এবং মেজের তক্তার উপর, ঘরের একপ্রান্ত হইতে"অপর প্রান্ত পর্য্যস্ত, শতরঞ্জি বিছানো রহিয়াছে । কালো-সদা ফুল-কাটা এই বিষাদময় শতরঞ্জি কারাগারের মধ্যে ঠগেরা বুনিয়ছে। তাহারা যে শোর্ণেরু